মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও এন্টিবায়োটিক বিক্রির রেজিষ্টার না রাখায় দাগনভূঞায় ৬ ফার্মেসিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান এ দন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানায়,বৃহস্পতিবার দুপুরে দাগনভূঞা বাজারে ঔষধ দোকানগুলোতে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালিত হয়।এসময় এন্টিবায়োটিক বিক্রির রেজিষ্টার না রাখায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে স্কুল মার্কেটের রেদোয়ান ফার্মেসিকে ৩ হাজার, ইউচুপ ফার্মেসীর ৪ হাজার, ন্যাশনাল ফার্মেসীর ৪ হাজার, নুপুর মেডিকেল হলের ১০ হাজার, মেডিসিন ফেয়ার ৬০০০ ও ফানামা ফার্মেসীর ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, যে সকল প্রতিষ্ঠান নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলতে থাকবে।
অভিযানে অংশ নেন ফেনী জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দিকা।