দাগনভূঞা

মাপে কম দেয়ায় দাগনভুইয়ায় সেবা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা, তেল বিক্রি বন্ধ

মাপে কম দেয়ায় দাগনভুইয়ায় সেবা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা, তেল বিক্রি বন্ধ

রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
দাগনভুইয়ায় সেবা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। মাপে কম দেওয়া ও কারচুপির অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিকেলে উপজেলার বেকের বাজারের মেসার্স সেবা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় জরিমানার পাশাপাশি তেল বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।

জানা যায়, সম্প্রতি একজন ক্রেতা গাড়ির জন্য তেল কিনেন মেসার্স সেবা ফিলিং স্টেশন থেকে। এসময় ফিলিং স্টেশন মাপে তেল কম দেওয়ায় বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ঐ ভুক্তভোগী ক্রেতা। রোববার বিকেলে বিএসটিআইয়ের সহায়তায় অভিযোগের আলোকে  মেসার্স সেবা ফিলিং স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা প্রতিষ্ঠানের মালিক মাপে তেল কম দেওয়ায় বিষয়টি স্বীকার করলে ৩০ হাজার টাকা জরিমানা করেছে এবং একই সাথে তেলের পরিমাপে কারচুপির অপরাধে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তেল বিক্রি নিষেধ করা হয়।

এসময় অভিযানে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের জৈষ্ঠ্য পরিদর্শক পূজন কর্মকার ও দাগনভুইয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *