অন্যান্য

মদিনায় দু’র্ঘ’টনায় চট্টগ্রামের রায়হান, স্ত্রী ও ভাতিজী নি’হত

আল আরবের মদিনায় সড়ক দু’র্ঘ’টনায় তিন প্রবাসী বাংলাদেশি নি’হ’ত হয়েছেন। আ’হ’ত হয়েছেন আরও দুইজন।

নি’হ’তরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আ’হ’ত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে এমন ম’র্মা’ন্তিক দু’র্ঘট’না ঘটে। আ’হত’দের উ’দ্ধা’র করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দু’র্ঘ’টনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দু’র্ঘ’টনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *