অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির করার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলীতে মিষ্টি তৈরীর কারখানা নুর সুইটসকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।
জানা যায়, মইজ্জ্যারটেক এলাকার মিষ্টি তৈরীর কারখানা নুর সুইটস্ এর মালিক মো. সালাউদ্দিন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
গোপন খবরে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় জব্দকৃত কয়েক মন ভেজাল মিষ্টি নালায় ফেলে নষ্ট করা হয়।