খেলাধুলা

বাংলাদেশের খেলোয়াড়ের দিকে তাড়িয়ে আসল কোহলী

বিরাট কোহলিকে ফিরিয়ে উচ্ছাস করছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১৪৫ রানের লক্ষ্য দিয়ে ব্যাট করতে নামা ভারতের ৪ উইকেট বাংলাদেশ তাদের চার উইকেট তুলে নেয় ৩৭ রানে। উচ্ছ্বাস তাই স্বাভাবিকই। কিন্তু এর মধ্যে ড্রেসিং রুমে ফেরার পথে বাংলাদেশের ক্রিকেটারদের জটলার দিকে এগিয়ে আসেন কোহলি।

দেখে বোঝা যাচ্ছিলো কারও সাথে তর্কে জড়িয়েছেন ভারতের ক্রিকেট বিরাট কোহলি। এরপর এগিয়ে আসেন সাকিব, সেইসাথে এগিয়ে আসেন আম্পয়াররাও। সবাই মিলে তাকে শান্ত করে সাজঘরে ফেরত পাঠান। তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন লিটন দাস ও মোহাম্মদ সিরাজ।

খেলার মাঠে কোহলির সাথে আসলে কি ঘটেছিলো সেটা জানেন না বলে জানিয়েছেন দুজনেই। তাদের দাবি কোহলির সঙ্গে ঘটনাটি তারা জানেন না। লিটন তখন মাঠেই ছিলেন, তিনি কোহলির এগিয়ে আসা নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘আমি জানি না কী হয়েছে। তাৎক্ষণিক কী হয়েছে আমি জানি না। ’

সিরাজ বলছেন, তার নজরই তখন মাঠের ভেতরে ছিল না, ‘সত্যি বলতে আমি তখন আইস বাথ নিচ্ছিলাম, তাই বলতে পারছি না তখন কী হয়েছে। সোজা আইস বাথে চলে যাই। জানি না আসলে কী হয়েছে। ’

ম্যাচে লিটনকে আউট করেও বাড়তি উদযাপন করতে দেখা যায় মোহাম্মদ সিরাজকে। এই পেসার অবশ্য বলছেন, সেটি ছিল দর্শকদের উদ্দেশ্যে, ‘দর্শকেরা চিৎকার করছিল, এ কারণেই। তারা কিছু একটা বলছিল, তাই তাদের দিকে এমন করেছি। ’

লিটন দাসের সঙ্গে সিরিজজুড়ে কয়েকবারই বিবাদে জড়িয়েছেন সিরাজ। যদিও তিনি বলছেন, বাংলাদেশি ব্যাটারের সঙ্গে তার কোনো ধরনের লড়াই নেই, ‘লিটনের সঙ্গে কিছুই নেই। এটা তো ভদ্রলোকের খেলা। আর এত ভাবার কিছুও নেই। পেস বোলাররা একটু কথা বলবেই, ব্যাটারদের মনোযোগ সরাতে চাইবে। এমন ব্যাপার থাকবেই। এটাই মজা। ’

salauddin
https://t.me/pump_upp
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published.