ফেনী

ফেনী জেনারেল হাসপাতালে দু’দিনে ৯ জনের মৃত্যু, সংক্রমণের হার ৫০%

ফেনী জেনারেল হাসপাতালে দু’দিনে ৯ জনের মৃত্যু, সংক্রমণের হার ৫০%। সোমবার পর্যন্ত ফেনী জেলায় ৫ হাজার ৫শ ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার জেলায় করোনা সনাক্তে রেকর্ড করল। এর আগে ১ দিনে এত বেশী পরিমাণ শনাক্ত হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে যানা যায়, আজ সোমবার ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় যার শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ।

এছাড়া আজ সোমবার ফেণী সদর হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে এবং গত রবিবারে মৃত্যু হয়েছে ৬ জনের। ফলে গত ২দিনে মোট ৯ জনের মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, গত রবিবারে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন মহিলা ও ১ জন পুরুষ ছিলেন, তবে একজন পুরুষ আবদুর রাজ্জাক ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) পজেটিভ ছিলেন। এছাড়া সোমবার মারা যাওয়া ৩ জনের সকলে আরটিপিসিআর নেগেটিভ রোগী ছিলেন।

ডা. আবুল খায়ের মিয়াজী আরও বলেন, জেনারেল হাসপতালে ৩০ শয্যার কোভিড ওয়ার্ডে গত রোববার পর্যন্ত ১৪১ জন ভর্তি ছিলো। আজ সোমবার
সকাল পর্যন্ত ভর্তি ছিলো ১২৭ জন।

জেনারলে হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, সোমবার আরটি-পিসিআর নেগেটিভ কভিড ৯৮ জন ও আরটি-পিসিআর পজেটিভ কভিড রোগী ২৯ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে আইসিইউ সেবা পাচ্ছে ১০ জন। অক্সিজেন সেবা পাাচ্ছে ৬৮ জন। এর আগের দিন রোববার করোনা পজিটিভ ৪৪ জন ও নেগেটিভ ৯৭ জন রোগী ভর্তি ছিলো। এদের মধ্যে ১১৮ জন অক্সিজেন সেবা পাচ্ছেন।

সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন জানান, সোমবার পর্যন্ত ফেনীতে মোট ৪ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় কর্মরত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *