ফেনী

ফেনীর সকল অবৈধ বালুমহালে যৌথ অভিযান চলবেঃ পুলিশ সুপার

ফেনীতে অবৈধ বালুমহালে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এ কথা জানান।

সভায় পুলিশ সুপার বলেন, যারা বালুমহালের ইজারাদার, তারা বালু উত্তোলন করবেন। বালুমহালকে কেন্দ্র করে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, মারামারি, খুনাখুনি কোনভাবেই সহ্য করা হবে না। এছাড়া নদীর গতিপথ যারা পরিবর্তন করবে, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। সেজন্য আমরা শীঘ্রই যৌথ অভিযান শুরু করব।

এরই ধারাবাহিকতায় মাঠে নেমেছে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন। গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনারগন (ভূমি) বিভিন্ন অভিযান পরিচালনা করেন। এসময় তারা ফেনী সদ‌রের রতনপু‌রে প‌রি‌বেশ দুষন ও অনু‌মোদন ছাড়া টায়ার পু‌ড়ি‌য়ে তেল উৎপাদ‌নের দা‌য়ে সোহান এন্টারপ্রাইজ না‌মে এমন এক‌টি প্র‌তিষ্ঠা‌নকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুসারে এক লক্ষ টাকা জরিমানা করেন।

অপরদিকে নদীতে অবৈধ বালু উত্তোলনে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের পর সোনাগাজীতে মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নদীর দুটি স্থানে ১০টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় বালু উত্তেলনকারী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মুহুরী নদীর সোনাগাজীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তেলন করছিলো স্থানীয় প্রভাবশালী একটি চক্র। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধ বালূ উত্তেলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত হয়। এমন সিদ্ধান্তের প্রেক্ষিকে সোমবার বিকেলে সোনাগাজীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

সোনাগাজীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অজিত দেব, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও সজল কুমার দাস যৌথ অভিযান চালিয়ে মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি বালু তোলার মেশিন জব্দ করে।

এসময় বালূ উত্তেলনকারীকে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদানর করেন। একই সময় ভ্রাম্যমান আদালত নদীর সাহেবের হাট ব্রীজের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৪টি বালু তোলার মেশিন জব্দ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *