ফেনী

ফেনীতে মিলাদুন্নবির মিছিলে হামলা, আহত-২০

ফেনীর দাগনভূঞায় পবিত্র ইদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আয়োজিত জসনে জুলুসের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত ইসলাম ও ছাত্রশিবির নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে দাগনভূইয়া হযরত মাইজ্জা হুজুর (রহ.) এর মাজার শরিফ ও কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির নেতা আবু নাসের ও অলি আহমদ এ হামলার পেছনে স্থানীয় জামায়াত শিবিরকে দায়ী করেন।

তারা অভিযোগ করেন, মিলাদুন্নবি উপলক্ষে হযরত মাইজ্জা হুজুর (রহ.) এর মাজার শরিফে জশনে জুলুসে যোগ দেওয়ার জন্য সকাল থেকে বিভিন্ন স্থানে মিছিল সহযোগে মুসুল্লিরা আসতে শুরু করেন। এরকম একটি মিছিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে মুসুল্লিরা দ্বিগ্বিদিক ছোটাছুটি করেন। এ সময় অনন্ত ২০ জন আহন হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা।

জসনে জুলুস উদযাপন কমিটির নেতা মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী ও মাওলানা নুর হোসাইন আল হাসানী সাংবাদিকদের বলেন, “জামায়াত শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের সুন্নি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং অনেকের মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।”

তবে লুটপাটের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে উপজেলা জামায়াত ইসলামির আমির সালাহ উদ্দিন বলেন, “হঠাৎ করে হামলার ঘটনা ঘটলে আমরা আমাদের নেতাকর্মীদের নির্বৃত্ত করি।”

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রাসেল মিয়া বলেনন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ইউএনও নিবেদিতা চাকমা বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।”

এদিকে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফেনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা এমএ মনসুর মোল্লা ও সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন। তারা হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।