অন্যান্য

পঁচা-বাসি খাবার:চট্টগ্রামে বীর বাঙালী ও আয়োজন রেস্টুরেন্টকে জরিমানা

নগরের আগ্রাবাদ চৌমুহনী ও বাদামতলী মোড়ে জেলা প্রশাসনের অভিযানে পচা-বাসি খাবার বিক্রির দায়ে দুই রেস্টুরেন্টকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

মো. উমর ফারুক বলেন- অভিযানে গিয়ে দেখা যায়, নগরের আগ্রাবাদ এলাকার চৌমুহনীর বীর বাঙালী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউসে আগের দিনের পচা-বাসি খাবার বিক্রি করা হচ্ছিল।

পচা-বাসি খাবার বিক্রি দায়ে এ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় পনের হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে এলাকার বাদামতলী মোড়ে আয়োজন রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউসকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, বাসি খাবার ও রং মিশ্রিত খাবার রাখার দায়ে দশ হাজার টাকা জরিমান করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *