অন্যান্য

দেশে করোনায় মারা গেলো আরও ৬ জন, আক্রান্ত বেড়ে ৪২৪

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আরও ছয়জনের মা রা গেছে। এ নিয়ে মৃ তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন। এছাড়া আরও ৯৪ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ৪২৪ জন হয়েছে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আক্রান্তদের মধ্যে জেলা ভিত্তিক সবচেয়ে বেশি ঢাকায় ৩৭ জন ও নারায়াণগঞ্জে ১৬ জন আছেন। আর মৃ তদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর।

ফ্লোরা বলেন, গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কিছু কমলেও বেড়েছে মৃ ত্যুর সংখ্যা। একদিনে সর্বোচ্চ নমুনা সংগ্রহ ১১৮৪ জনের।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত মাসের ৮ তারিখে। এর পর থেকে সংকরমণ ধীরে ধীরে বেড়েই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *