দাগনভূঞা কাঁচা বাজার ও মাছ বাজারের ব্যবাসায়ীদের শৃঙ্খলা এবং ক্রেতা সাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল ক্রয় করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন ও সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর নুরুল হুদা সেলিম জানান, এখন থেকে কাঁচা বাজার বসবে বসুরহাট রোডের ডাক বাংলোর রোডে। মাছ বাজার বসবে সাবেক মাছ বাজার থেকে সাবেক কাঁচা বাজারের পুরো এরিয়াতে।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ
দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁনের কাছে কাঁচা বাজার বসুরহাট রোডের ডাক বাংলো রোডে স্থানান্তর করার জন্য প্রস্তাব করিলে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ব্যবসায়ী সমিতির এই প্রস্তাবের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করায় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা সেলিম উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে ধন্যবাদ জানান।