দাগনভূঞা

দাগনভুঞায় ৬৭ হাজার টাকা মূল্যের ইয়া’বা উ’দ্ধার

শুক্রবার ভোর ৪.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দাগনভুঞা পৌরসভার ২ নং ওয়ার্ড পৌরসভার গেটের সামনে থেকে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকে আ’টক করে দাগনভুঞা থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে ২২৫ পিচ মা’দকজাতীয় ট্যাবলেট উ’দ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৭৫০০ টাকা।

এএসআই দেলোয়ার হোসেন বাদি হয়ে আসামীকে মা’দকদ্রব্য আইনে মাম’লা রুজু করে।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই দেলোয়ার হোসেন জানান, আমি এবং আমার ফোর্স সহ বৃহস্পতিবার রাত্রিকালীন ডিউটি পালন করছি ৪ নং রামনগর ইউনিয়নের তুলাতলী বাজারে। এসময় গোপন সংবাদে জানতে পারি পৌরসভার ২ নং ওয়ার্ডে পৌরসভার গেটের সামনে মা’দক বিক্রি হচ্ছে।

আমি ওসি স্যারকে অবগত করে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছলে আসামী পুলিশের টের পেয়ে পালাতে গেলে আমরা তাকে আ’টক করে থানায়  নিয়ে আসি। তার নিকট থেকে ২২৫ পিচ ইয়া’বা জাতীয় ট্যাবলেট উ’দ্ধার করা হয়।

এএসআই দেলোয়ার আরো জানায়, আসামী সাইফুল তার সামনের পকেটে কালো পলিথিনে মুড়িয়ে ইয়া’বাগুলো বিক্রি করতে আসে এবং সে নিয়মিত বর্ডার এলাকা থেকে ইয়া’বা নিয়ে আসতো। ২২৫ পিচ ইয়াবা ট্যাবলেটের মুল্য ৬৭৫০০ টাকা।

এএসআই দেলোয়ার হোসেন বাদি হয়ে আসামীকে মা’দকদ্রব্য আইনে মা’মলা রুজু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *