বর্তমান ডিজিটাল সময়ে শপিংমলে যেয়ে কিনতে হবে এমন কিন্তু নয়, কেননা এখন হাতের মধ্যেই সব কিছু পাওয়া যায়। আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে ই যথেষ্ট৷ বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইমো সহ প্রায় সকল সোশাল মিডিয়ায় সকল পণ্য আপনার চোখে পড়বে। সেখান থেকে ছবি দেখে পছন্দ হলে অর্ডার করলে আপনার ঘরে পণ্য পৌঁছে দিবে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান।
আজকে আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান জানাবো যেখানে আপনি কম দামে কোয়ালিটি পণ্য পাবেন। এই প্রতিষ্ঠানটি হলো ই-কমার্স বেজড। তাদের ফেসবুক পেজের নাম হলো Brand for life। এখানে বেবী, জেন্টস এবং লেডিস আইটেম কম দামে পাওয়া যায়। এছাড়াও সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ফুল স্লিভ শার্ট৷ মাত্র ৪৫০ টাকায় এই শার্ট গুলো পাবেন। স্টক সীমিত, তাই শেষ হওয়ার আগে সংগ্রহ করুন।