ফেনী

দাগনভুঞায় মাটির ট্রাকের বেপরোয়া গতিতে সাংবাদিক আহত

দাগনভুইয়া উপজেলা হচ্ছে ধর্নাঢ্য উপজেলা যেখানে বাণিজ্যিক দিক দিয়ে জয়জয়কার কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গতকাল সোমবার রাত ৯টার দিকে দাগনভূঞা ভূমি অফিসের সামনে মাটিবাহী ট্রাকের ধাক্কায় মারাত্মক দূর্ঘটনার শিকার হয়েছেন সাপ্তাহিক নবকিরণ পত্রিকার প্রকাশক ও বৈশাখী টাইলসের স্বত্ত্বাধিকারী শানুল ইসলাম টিপু।

মাটি বহনকারী ট্রাকের বেপরোয়া গতিতে এবং ধাক্কায় গত ২০১৮ সালে আসলাম হাজী মসজিদের সামনে কোমলমতি ছাত্রী মারা গিয়েছিল,  এই ট্রাকগুলোর বেপোরোয়া গতিতে শুধু রাস্তাগুলোই ক্ষতি হচ্ছে না বরং ধুলাবালির কারনে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

রাজাপুর এবং সমাসপুর এলাকায় এই ট্রাকের গতি এত বেপোরোয়া সেই এলাকার জনগণদের মনে প্রতিনিয়ত আতংক বিরাজ করছে।

এদের বেপরোয়া গতি এবং আতংকে সাধারণ জনগণ খুবই অতিষ্ঠ, তাই প্রশাসনের হস্তক্ষেপ দরকার।

salauddin
https://t.me/pump_upp
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published.