হবিগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বির্তকিত মাওলানা গিয়াস উদ্দিন তাহেরির নেতৃত্বে সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের উপর মোয়াবিয়াবাদী খারেজী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে বহুসংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন বলেন জানান স্থানীয় নেতারা। একজনের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থলের ছবিতে দেখা যায় হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কায়দায় হামলা করে।
গত ২৫ তারিখে (জানুয়ারি) আহলে সুন্নাত ওয়াল জামাত, চুনারুঘাট শাখা কর্তৃক শানখলায় আহলে বায়েত রাদিআল্লাহু আনহুম এর শাণে একটি মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে মাহফিলের বিরোধীতা করে খারেজী ভাবধারার একটি পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে ইসলামী গবেষণায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ইমামে আহলে সুন্নাত হজরত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামি শাহ এর বিরুদ্ধে মিথ্যাচারপূর্বক এবং মানহানিকর বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়। যার প্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দকে ডাকা হয়।
সূত্রমতে, পুলিশ সুপার কার্যালয়ে উভয়পক্ষের ব্যক্তিদের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসীরা সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।
বিশ্ব সুন্নী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, হামলাকারীরা আগ থেকে পরিকল্পিতভাবে প্রশাসনের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ আলোচনা সভাকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছে। কোরআন শরিফ হাদিস শরীফের দলিল মোতাবেক আলোচনায় পরাজিত হয়ে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। তারা ইতোমধ্যে ফেইসবুকে বিভিন্ন উষ্কানিতমূলক পোস্ট দিয়ে হামলা হুমকির কথা বলেছে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের নেতাকর্মীদের উপর এজিদ মুয়াবিয়াবাদী খারেজীদের হামলার তীব্র নিন্দা জানাই এবং এর প্রধান উষ্কানিদাতা গিয়াসউদ্দিন তাহেরীসহ ও তার গ্যাংদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নেতারা।