বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল) দৈনিক স্বদেশ প্রতিদিন ইউনিট গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম বার্তা সম্পাদক খায়রুল আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে ইউনিট চিফ হিসেবে নির্বাচিত হন যুগ্ম বার্তা সম্পাদক খায়রুল আলম ও ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হন যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতী। আজ বৃহস্পতিবার বিকেলে দৈনিক স্বদেশ প্রতিদিন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্বদেশ প্রতিদিন ইউনিটের অন্য সদস্যরা হলেন হরলাল রায় সাগর, খন্দকার মোস্তাক আহম্মেদ, ইউসুফ আলী বাচ্চু , এন এ মোস্তাফিজ বুলবুল, মো. সোহেল রানা, মিশার আহমেদ, হেদায়েতুল ইসলাম তাওহীদ, আবু জাফর সাইফুদ্দিন, আরিফুল মাওলা, জিয়াউল হক লিনু ও নুরুল ইসলাম নিরব। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। পরে নবনির্বাচিত ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফকে অভিনন্দন জানিয়ে সভায় বক্তব্য রাখেন সদস্যরা