নিজস্ব প্রতিনিধি-ঃ ছাগলনাইয়ায় নতুন নির্মিত ভবনে রং করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে শাহাদাত হোসেন মিয়া (১৭) নামে এক রং মেস্ত্রীর মৃ’ত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের হাজারি পুকুর হাজি করিম উল্যাহ মার্কেটে এ দু’র্ঘ’টনা ঘটে। সে উপজেলার লক্ষিপুর গ্রামের লাল মিয়া হাজী বাড়ির মৃত জালাল আহমদের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, ওই দিন শাহাদাত হোসেন মিয়া তিন তলা ভবনে ওঠে রং করার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যায়। এসময় বিদ্যুৎপৃষ্টে তার সারা শরীরের পু’ড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উ’দ্ধা’র করে প্রথমে ছাগলনাইয়া হাসপাতাল, পরে ফেনী হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেশী আ’শং’কি’ত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নি’হ’ত শাহাদাত হোসেন মিয়ার একমাত্র বোন প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন অসুস্থ।