করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার নানান পদক্ষেপ নিলেও কারো কারো হুঁশ হয়নি এখনও। করোনাভাইরাস থেকে রক্ষা পেতেই আয়োজন করা হল মিলাদ মাহফিলের নামে লোকসমাগমের। সেনা ও পুলিশ বাহিনীর সহায়তায় এরকম দুটি মিলাদ মাহফিল বাতিল করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো জাঙ্গালপাড়া জামিয়া মসজিদে আয়োজন করা হয় করোনা থেকে মুক্তি পেতে মিলাদ মাহফিল। সেটি বন্ধ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন রায়। একই সাথে মসজিদ কর্তৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জিনসহ সবাইকে সতর্ক করেন।
অপরদিকে নগরীর ডবলমুরিং থানার অদূরে হযরত খাজা মনছুর আলীর (রা.) মাজারে আছর নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার জড়ো হওয়া লোকজন সরিয়ে মিলাদ বন্ধ করে দেন।
দুটি মিলাদ বন্ধ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।