অন্যান্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩২ হাজার ৮৮১ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার ৯১৫টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৪৩ জন এবং উপজেলার ৫ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ৮জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) সর্বোচ্চ ৫৮৮টি নমুনা পরীক্ষায় ১১জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষায় ১০জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪১টি নমুনা পরীক্ষায় ১০জনের এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষায় এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করে কোন করোনা পজিটিভ পাওয়া যায়নি।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *