অন্যান্য

চট্টগ্রামে আরো ৪ করোনা রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি ও সিভাসুতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বুধবার বিআইটিআইডি ও সিভাসুতে ২১২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ৪ জনের দেহে করোনা ধরা পড়েছে।

এদের মধ্যে দামপাড়া পুলিশ লাইন্সের একজন পুলিশ সদস্য, কালুশাহ নগর এলাকার একজন, ইপিজেড এলাকার বিএসসি মেরিন ওয়ার্কশপের একজন ও নাসিরাবাদ হাউজিং সোসাইটির একজন রয়েছেন। চারজনই পুরুষ।

তিনি আরো বলেন, ২১২ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৪ জন চট্টগ্রাম জেলার এবং ফেনীতে ১ জন, লক্ষ্মীপুরের ৬ জন এবং নোয়াখালীর ৩ জন বাসিন্দা করোনা পজেটিভ।

এ নিয়ে চট্টগ্রামে ৭০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *