২২ ফেব্রুয়ারি ( শনিবার) বিকেল পৌনে ৪ টার দিকে সাতগড়িয়া পাড়ায় আ’গুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা বলেছেন, বসতবাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আ’গুনের সুত্রপাত হয়েছে।
আ’গুনে যাদের বসতঘর পুড়েছে তারা হলেন, টুনু চৌকিদারের পুত্র আবু তাহেরের টিনের ছাউনিযু্ক্তু মাটির ঘর, আবদুল গফুরের টিন ছাউনিযুক্ত সেমিপাকা ও আবুল কালামের টিন ছাউনিযুক্ত মাটির বসতঘর আ’গুনে পুড়ে গেছে।
এছাড়াও আবদুল কুদ্দুসের টিন ছাউনিযুক্ত সেমিপাকা আংশিক পু’ড়ে যায়।সাতকানিয়া ফা’য়ার সার্ভিস ও সিভিল ডি’ফেন্স স্টে’শ’নের সিনিয়র স্টে’শন অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুব আলম জানান,আ’গুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফা’য়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়।
প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আ’ন নেভাতে সক্ষম হয় ফা’য়ার সার্ভিস । তবে অ’গ্নি’কান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন ফা’য়া’র সার্ভিস।