অন্যান্য

চট্টগ্রামের বাঁশখালীতে ৪ ফার্মেসি ও চিকিৎসককে জরিমানা, ওষুধ জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি বাজারে অভিযান চালিয়ে ৪ ফার্মেসিকে ৭৭ হাজার টাকা জরিমানা ও আজিজুল হক তাজু নামের এক পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে মালিকরা তালা লাগিয়ে পালিয়ে যায়।

অভিযানে ফার্মেসির মালিক প্রদীপ তালুকদারকে ৫০ হাজার টাকা, সুব্রত তালুকদারকে ১৫ হাজার টাকা, সঞ্জয় দাশকে ৬ হাজার টাকা ও ছোটন বিশ্বাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রত্যেকের দোকান থেকে নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসনের পরিদর্শক মো. কামরুল হাসান।

মোমেনা আক্তার বলেন, ‘বাঁশখালীতে নকল, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে। পল্লী চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখলেও জরিমানা করা হবে। প্রথমবার জরিমানা দিয়ে ছেড়ে দিচ্ছি। দ্বিতীয়বার ধরলে জেল-জরিমানা দুটোই দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *