মহামারি করোনা পরিস্থিতিতে আজ বুধবার ফেনী শহরে নানা উপকরণ বিতরণ করেছে রোভার স্কাউটস। জেলা রোভার স্কাউটস সভাপতি ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান শহরের ট্রাংক রোডে শ্রমজীবী ও ব্যাবসায়ীদের মাঝে বিতরণ করেন।
স্কাউটস কমিশনার ও ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, স্কাউটস সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক জয়নাল আবদীন, কোষাধ্যক্ষ সরকারি নাছির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ একেএম মজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রফিক আহমেদ ও কবির উদ্দিন মজুমদার, নির্বাহী সদস্য ফেনী সরকারি কলেজের আরএসএল আহমদ আলী বিভোর প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় হ্যান্ড স্যানিটাইজার-৭শ, হেক্সিসল ২শ, মাস্ক ২শ, সাবান ৭০, হ্যান্ড গ্লাভস ২০পিস বিতরণ করা হয়।