অন্যান্য

করোনায় প্রাণ হারালেন সাবেক এমপি সিরাজুল ইসলাম

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্নাইলাহি…রাজিউন)। নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার স্থানীয় সময় ভো‌রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সিরাজুল ইসলামের জামাতা সুনেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদীন ধরে শ্বাষকষ্টে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বা‌র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপ‌জেলা চে‌য়ারম্যান‌‌ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন। শিক্ষকতা থে‌কে তিনি ভো‌টের রাজনী‌তি‌তে আসেন। আমাদের মহান মু‌ক্তিযুদ্ধেও ছিলে তার অসামান্য অবদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *