কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ফিশ ফ্রাইয়ের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি দোকান সিলগালা এবং চারটি দোকানকে পৃথকভাবে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাজান আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
পচা, বাসি, অপরিস্কার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভেজাল খাদ্যদ্রব্য-উপকরণ সংরক্ষণ ও পরিবেশনসহ নানা অপরাধের দায়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সুগন্ধা পয়েন্টের মায়ের দোয়া ও লব স্টার নামের দুটি দোকান সিলগালা করে দেয়া হয়। তাছাড়া একই স্থানে আল্লাহর দানকে ৫০ হাজার, ফ্রেশ সি ফিশকে ২০ হাজার, ক্যাফে বার-বি-কিউকে ২০ হাজার ও মেরিন সি ফিশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ইমরান জাহিদ, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল কবির কাদেরী এবং কক্সবাজার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরান হোসেন।