বাংলাদেশ

একদিনে আক্রান্ত ২৬৩৫, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়াল

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৪৬ ।


এছাড়া আরও ২ হাজার ৬৩৫ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

আজ শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় নাসিমা সুলতানা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাই সবাইকে তিনি অবশ্যই তিনস্তর বিশিষ্ট মাস্ক ব্যবহার করার এবং মেডিকেলের লোকজনকে সার্জিকেল মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ জানান।


তাছাড়া, সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বানসহ পুষ্টিকর খাবার গ্রহণের আহ্বান জানান তিনি। একই সাথে যারা করোনার এই মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদও জানান তিনি।

সূত্র : দৈনিক পূর্বকোণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *