ফেনীতে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর দায়ে মিষ্টি ছায়া’র ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব দাশ পুরকায়স্ত’র নেতৃত্বে পরিচালিত অভিযোনে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত জানায়, দীর্ঘ দিন ফেনীতে বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও বেকারী জাতীয় খাবার তৈরী করে তা বিপনন করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে সোমবার শহরতলীর উত্তর চাড়িপুর এলাকার মিষ্টি ছায়া বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংকরা পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।