সাকিবের চেয়ে মাশরাফির সম্পত্তি শতকোটি টাকা বেশি

ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে দেশের শীর্ষ ধনী ক্রিকেটার দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে আছেন এই ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। তার মোট সম্পত্তি ৫১০ কোটি টাকা। আর সাকিব আল হাসান ৪০৭ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। দুজনের ব্যবধান প্রায় শত কোটি টাকা।

টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। এছাড়াও তার সংগ্রহে আছে নামি-দামি সব গাড়ী। বিভিন্ন লিগেও খেলেন ঘুরে ঘুরে। সবগুলো ফরম্যাটেই নিয়মিত তিনি। সাকিবের মোট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রার হিসাবে প্রায় ৪০৭ কোটি টাকা।

অনেকদিন আগেই জাতীয় দলকে বিদায় বলে দেওয়া মাশরাফি বিন মর্তুজা আছেন এই তালিকার শীর্ষে। যদিও মাঝে ঘরোয়া এবং বিপিএলে নিয়মিত খেলছেন মাশরাফি মাঠের বাইরে থাকলেও বিভিন্ন কোম্পানির প্রথম পছন্দ নড়াইল এক্সপ্রেস। মাশরাফির মোট সম্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন ডলার বা ৫১০ কোটি টাকা।

৫০০ শত কোটি টাকার মাইলফলক স্পর্শ করা প্রথম ও একমাত্র ক্রিকেটার মাশরাফি।

বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের প্রতিনিধি হয়েছেন মাশরাফি।

Leave a Comment