অন্যান্য

মালয়েশিয়ার শ্রমবাজার খুললো ৪ বছর পর, গেলেন ৫৩ কর্মী

অব‌শে‌ষে বাংলাদেশিদের জন্য খুললো মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার। ২০১৯ সালে কর্মী নেওয়া বন্ধের পর আজ মঙ্গলবার ৫৩ কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে প্রথমবারের মতো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে এ কে ৭০ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন ৫৩ কর্মী।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর পৌছেন তারা। সকাল ১০টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। মেসার্স ক্যাথারসিজ ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছেন তারা প্রত্যেকেই।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে দুই দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে নবাগত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সম্মান বজায় রেখে, মালয়েশিয়ার আইনকানুন মেনে কাজ করবেন। হাইকমিশন আপনাদের পাশে আছে এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রম মিনিস্টার মো. নাজমুস সাদাত সেলিম এবং মালয়েশিয়াস্থ জিমত জয়া কোম্পানির সংশ্লিষ্টরা। হাইকমিশনের পক্ষ থেকে এ সময় তাদের হাতে উপহার সামগ্রী দেয়া হয়।

নতুন কর্মীরা জানান, আমরা মালয়েশিয়া এসেছি। দেশের সম্মান বজায় রেখে যাতে কাজ করতে পারেন সেজন্য প্রবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ বছরের এপ্রিলে জিমাত জায়া কোম্পানির এই কর্মীদের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। একই দিন জিমাত জায়া কোম্পানিতে ১১০ জন এবং রেইনবো পেপার সাপ্লাই কোম্পানিতে ১৫ জনসহ মোট ১২৫ কর্মীর অনুমোদন দেওয়া হয় ক্যাথারসিজ ইন্টারন্যাশনালকে। এসব কর্মী যাওয়ার মধ্য দিয়ে আবার উন্মুক্ত হলো মালয়েশিয়ায় বহুদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার।

এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর লেবার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে ‘মালয়েশিয়ার বিভিন্ন খাতে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জানিয়েছে প্রায় ৪০০ কোম্পানি। আমরা দ্রুত যাচাই-বাছাই শেষে কর্মী নিয়োগের সত্যায়ন দিচ্ছি। এসব কর্মী দ্রুতই বাংলাদেশ থেকে আসবেন।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। তাদের শ্রম চাহিদা পূরণের জন্য স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশসহ বিদেশি কর্মীদের ওপর নির্ভর করে থাকে। কিন্তু গত ৩ বছর মহামারির কারণে নতুন করে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত থাকায় দেশটিতে চরম শ্রমিক সংকট তৈরি হয়। এই শ্রমিক সংকট নিরসনে ২০২১ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে মালয়েশিয়া।

এ বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১১টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগের অনুমতি দিয়েছে। সব বাধা কাটিয়ে মালয়েশিয়ায় জনবল পাঠানোর দরজা এবার উন্মুক্ত হলো।

জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। দেশটির যে চাহিদা, তাতে এবার মালয়েশিয়ায় আরও অন্তত ৫ লাখ বাংলাদেশি কর্মী যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *