অন্যান্য

বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে: এরদোগান

বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, এখন তুর্কি ড্রোনের প্রশংসা করছে বিশ্বের বড় বড় দেশ।

আগামী ৩-৫ বছরের মধ্যে শেষ হবে ড্রোনের আরও উন্নয়ন নিয়ে আমাদের হাতে নেওয়া প্রকল্প। তখন বিশ্বে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হবে আমাদের নির্মিত এ চালকবিহীন বিমান।

এরদোগান এসব কথা বলেন, জাতীয় প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার এক ভাষণে।

আকিঞ্চি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তুরস্কে আছে , তা আর মাত্র দুটি দেশের হাতে রয়েছে।

এরদোগান বলেন, বিশ্ববাসী সিরিয়া থেকে শুরু করে কারাবাখ যুদ্ধেও সন্ত্রাসীদের নির্মূলে তুর্কি ড্রোনের সাফল্য দেখেছে।

তিনি আরও বলেন, এখন নিজ দেশেই তৈরি হচ্ছে তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোন যে কোনো ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র।

তুরস্কের তৈরি বারাকাত আকিঞ্চি নামের ড্রোনটি বিশ্বরেকর্ড সৃষ্টি করে গত ৮ জুলাই ৩৮ হাজার ৩৯ ফুট ওপর দিয়ে টানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড্ডয়ন করে।  এ ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

আরও সংবাদঃ বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে: এরদোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *