অন্যান্য

চট্টগ্রামে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (১৭ জানুয়ারি) সকালে নগরীর জিইসি মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

এ সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় দীর্ঘ যানজট দেখা দেয়।

দীর্ঘক্ষণ অবস্থান করার পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে মিছিল সহকারে তারা নগরীর বিভিন্ন এলাকা পদক্ষিণ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে। সেশন জট নিরসন ও সর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে।

এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে নামা ছাড়া কোনো উপায় নেই তাদের। অবিলম্বে দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *