অন্যান্য

আবারও স্থগিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা

করোনা পরিস্থিতি ফের অবনতির দিকে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সকল ধরনের পরীক্ষা ফের স্থগিত করার দিকেই এগোচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

উপ-উপাচার্য বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ভাবতেছি। আজ সকালেও উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করেছি। আমরা এলার্ট আছি। যে কোন মুহূর্তে স্থগিত করতে হতে পারে। আমরা নোটিশে জানিয়ে দেবো। যদি সরকার লকডাউন দেয়, তাহলে আমার ছাত্ররা আসবে কেমনে?’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অভিভাবক। তারা আমাদের সন্তানের মতো। শিক্ষার্থীদের চেয়ে আমরা আরও বেশি সজাগ আছি।’

প্রসঙ্গত, এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে।

এর আগে গত ৯ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেওয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *