বিনোদন

অবশেষে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান

অবশেষে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান

বম্বে হাইকোর্টে আরিয়ানের মামলার শুনানি শুরু হয় গত মঙ্গলবার (২৬ অক্টোবর)। বিচারক পরে তা মুলতুবি ঘোষণা করেন। বুধবার (২৭ অক্টোবর) বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে ফের জামিনের আবেদনের শুনানি কার্যক্রম শুরু হলে এদিনও মামলার রায় দেননি বিচারক। আবারও এই শুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির পক্ষে আইনজীবী অনিল সিং আদালতকে জানান, গত কয়েক বছর ধরে আরিয়ান খান নিয়মিত মাদক সেবন করছেন। সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে কথা হয়েছে, যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি আরিয়ান খানের হয়ে আদালতে লড়েছেন। এর আগে আদালতে যুক্তি দেখান আরিয়ানের আইনজীবী, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে।

তিনি দাবি করেন, বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে, যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

আরও সংবাদঃ অবশেষে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *