✨বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো পারফর্ম করলেও এবার পুরোপুরি ব্যর্থ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
✨এবারের আসরে ৫ ম্যাচ খেলে রিজওয়ান করেছেন মাত্র ৮৫ রান। তাকে যে আশা করে পাকিস্তান থেকে ঢাকায় উড়িয়ে এনেছিল কুমিল্লা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি।
✨বিপিএলের এই মৌসুমে ফরচুন বরিশালের বিপক্ষে দুই চার এক ছক্কায় ১৪ বলে ১৭ রান করেন রিজওয়ান। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তার ১৪ রান আসে ১৬ বলে।
✨রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি আউট হন ২১ বলে ১৭ রান করে। আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে স্রেফ ৭৩ রান তাড়ায় ২৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।
✨সব মিলিয়ে ৫ ম্যাচে তার রান ৮৫ রান। এক ম্যাচে অপরাজিত থাকায় ব্যাটিং গড় ২১.২৫। তবে স্ট্রাইক রেট মাত্র ৮২.৫২। এবারের বিপিএলে অন্তত ৫০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে এত কম স্ট্রাইক রেট নেই আর কারও।
এবারের বিপিএল খেলার বিনিময়ে প্রতি রানের জন্য রিজওয়ানকে দিতে হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা করে!
✨পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। তাই আজ বিপিএলের শেষ ম্যাচ খেলে পাকিস্তান ফিরে যেতে হচ্ছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে।