খেলাধুলা

BPL‘সেমিফাইনালে’ ১৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে রংপুর”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার তথা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী সাকিব আল হাসানের রংপুর রাইডার্স বনাম তামিম ইকবালের ফরচুন বরিশাল।

নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স। ৪.৪ ওভারে স্কোর বোর্ডে ১৮ রান জমা হতেই সাজঘরে দুই ওপেনার মেহেদি হাসান ও রনি তালুকদার এবং তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা তারকা ব্যাটসম্যান সাকিব আল হাসান।

প্রথম সারির এই ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন জিমি নিশাম ও নিকোলাস পুরান।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারাই জায়গা করে নেবে এবারের বিপিএলের ফাইনালে। সাত বছরের অপেক্ষার ইতি টানার হাতছানি রংপুরের সামনে। অন্যদিকে দুই বছর আগের প্রতিশোধ নিতে চায় বরিশাল।

বুধবার মিরপুরে হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে।

বাংলা ক্ল্যাসিকো— এবারের বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সাকিব-তামিম দ্বন্দ্বে বাড়তি উত্তাপ। এবারের অগ্নিপরীক্ষায় কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, লড়াইটা টিকে থাকার। তবে তামিমের কারণে আলোচনায় থাকবেন ফজল হক ফারুকী।

আন্তর্জাতিক মঞ্চে এই আফগান পেসারের বিপক্ষে প্রতিবারই আউট হয়েছেন বরিশাল অধিনায়ক। চট্টগ্রামে আলোচিত নেতৃত্ব ছাড়ার আগের দিনেও তামিমকে ফিরেছিলেন এই বাঁহাতি পেসারের বলে।

এমনকি বিশ্বকাপ দলে তাকে ডাউন দ্য অর্ডার খেলানোর কারণটাও ফারুকি। এবার তাকে সামলাতে পারবেন তো তামিম? এসব প্রশ্নে মেজাজ হারানোটাই তো স্বাভাবিক বরিশাল কোচের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *