চট্টগ্রাম নগরীর দামপাড়ার ওয়াসা মোড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন

চট্টগ্রাম নগরীর দামপাড়ার ওয়াসা মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও দীর্ঘক্ষণ ওই এলাকা বিদ্যুৎশূণ্য ছিল বলে জানা গেছ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে তাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুপুর ১টার দিকে গামকা অফিসের বিপরীত পাশে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। এর পরপরই আমরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ফোন করি। অল্প সময়ের মধ্যে দুটি গাড়ি আসে। এর আগ থেকে স্থানীয়রা আগুন নিভানের চেষ্টা করে। আগুনে কোন রকম ক্ষয়ক্ষতি হওয়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ চলে যায়। এরপর বিদ্যুৎ বিভাগের লোকজন এসে ওখানে থাকা ট্রান্সফরমার চেক করেন। তারপর তারা বিদ্যুৎ সংযোগ চালু করেন।’

Leave a Comment