অন্যান্য

চট্টগ্রামে করোনায় মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপকের মৃ ত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. এহসানুল করিম (৪২) নামের এক মেডিসিন বিশেষজ্ঞের মৃ ত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

বুধবার (৩ জুন) দুপুর ১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় এ চিকিৎসকের মৃ ত্যু হয়।

তাঁর মৃ ত্যুর বিষয় নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘করোনা পজিটিভ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে প্রথম এ চিকিৎসকের মৃ ত্যু হয়েছে। ডা. এহসানুল করিম একজন মেডিসিন বিশেষজ্ঞ।’

জানা যায়, করোনায় মৃ ত এ চিকিৎসক করোনা পজিটিভ হওয়ার আগে থেকে শ্বাসকষ্ট নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে গত ৩০ মে করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এ ক’দিন চমেক হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালটি চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিনের মালিকানাধীন। তিনি এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

এ বিষয়ে বক্তব্য জানতে আজম নাছির উদ্দিনের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে ঈদের দিন গত ২৫ মে করোনার উপসর্গ নিয়ে ডা. রুমি মারা গেছেন। যদিও ডা. রুমির করোনা নেগেটিভ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *