চট্টগ্রামে হঠাৎ ঝড়ো হাওয়া, রাতে নামতে পারে বৃষ্টি

দিনভর আকাশে ছিল না মেঘের কোনো ঘনঘটা। সন্ধ্যা থেকে একটু মেঘলা হলেও সেটি গড়ায়নি বৃষ্টি পর্যন্ত। কিন্তু রাত একটু গভীর হতেই তীব্র ধূলিঝড় এসে ছেয়ে দিল পুরো চট্টগ্রামকে। তাতে বৃষ্টির খবর না মিললেও ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে দেখা গেল বিজলীর চমকও।lচট্টগ্রাম আবহাওয়া অফিস থেকে বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় বাতাসের গতিবেগ ৪২ নটিক্যাল মাইল রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকায়। রাত সাড়ে দশটায় শুরু হওয়া এই ঝড়ো বাতাসের সঙ্গে ছিল প্রচণ্ড গতির ধূলিঝড়।

চট্টগ্রামের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের ঋতুগুলোরও পরিবর্তিত হচ্ছে। কালবৈশাখী ঝড় আগে কেবল বৈশাখ মাসেই হলেও এখন আর সেই অবস্থা নেইতিনি বলেন, আজ রাতে বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

Leave a Comment