বন্দরনগরীতে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা

করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কায় মাস্ক পরাকে গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মুখে মাস্ক না বুধবার(১৮নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীতে অভিযান চালিয়ে ৮০জনকে জরিমানা করেছে।

নগরীর কোতোয়ালী, নিউ মার্কেট, জামাল খান, জিইসি এবং দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, রেজওয়ানা আফরিন এবং নুরজাহান আক্তার সাথী।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক কোতোয়ালী এবং নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরায় ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জামাল খান এবং জিইসি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরায় ২০ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী দামপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরায় ৭ জনকে ৪৭০ টাকা জরিমানা করেন।

source: cplusbd.net

Leave a Comment