অন্যান্য

মুম্বাইয়ের রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের ছবি সেঁটে প্রতিবাদ

ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সারি সারি ছবি। তার ওপর দিয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা। মাড়িয়ে যাচ্ছেন পথচারীরাও।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে দেখা গেছে এমনই দৃশ্য। দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নিচে মহম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য শুক্রবার (৩০ অক্টোবর) বলেন, খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে পোস্টারগুলি সরিয়ে নেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ধর্মীয় ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে ফ্রান্সে মুসলিম জঙ্গি গোষ্ঠীদের ধারাবাহিক হামলার প্রতি সমর্থন জানাতেই এই কাজ করা হয়েছে।

এই ঘটনার জেরে কোনও মামলা রুজু করা হয়েছে কিনা, মুম্বাই পুলিশ নির্দিষ্ট ভাবে তা জানায়নি। পোস্টার-কাণ্ডে রাজনৈতিক রঙও লেগেছে ইতোমধ্যেই। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ঘটনার ভিডিয়ো পোস্ট করে টুইটারে লেখেন, ‘মহারাষ্ট্র সরকার এ কী হচ্ছে? গোটা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহাদি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সঙ্গী হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমাননা?’

বৃহস্পতিবার সকালে ছুরি হাতে এক ব্যক্তি নিস শহরের নটর ডেম বাসিলিয়াতে হামলা চালায়। এতে নারীসহ তিন জন নিহত হয়। এর দু’সপ্তাহ আগে ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে ফ্রান্সজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়ে ইসলামকে সরাসরি আঘাত করেন। মুসলিম বিশ্বের সমালোচনা সত্ত্বেও ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান ম্যাক্রোঁ।
source: somoynews.tv

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *