অন্যান্য

মাস্ক না পরে বিনোদন কেন্দ্রে, চট্টগ্রামে ৫১ জনকে জরিমানা

মাস্ক না পরে বিনোদন কেন্দ্রে বেড়ানোর সময় চট্টগ্রামে ৫১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার নগরীর ডিসি হিল, সিআরবি, জাম্বুরি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানায় এ অভিযান চালানো হয়।

শীতের শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।  সংক্রমণ ঠেকাতে সরকার ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। কিন্তু অনেকেই তা মানছেন না বলে দেশব্যাপী পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার নগরীর ডিসি হিল, সিআরবি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বলেন, “পার্কগুলোতে ভিড় থাকলেও দর্শনার্থীদের মাঝে মাস্ক ব্যবহারের প্রবণতা দেখা যায়নি। বেশিরভাগ দর্শনার্থীকে দেখা গেছে ছবি তুলতে তারা থুতনির নিচে মাস্ক রেখে ঘোরাফেরা করছেন।”

আবার অনেকে সঙ্গে মাস্ক রাখলেও তা মুখে না লাগিয়ে ব্যাগে কিংবা শার্ট, প্যান্টের পকেটে রেখে ঘুরছেন।

এ কারণে ডিসি হিল, সিআরবি ও জাম্বুরি পার্কে ৪১ জনকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

এদিকে চিড়িয়াখানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে মোট দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গরীব ও ছিন্নমূল মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয় বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *