অন্যান্য

ফ্রিজে রক্তমাখা কাঁচা মাছের সঙ্গে রান্না করা খাবার, জরিমানা

কাপ্তাইয়ের বড়ইছড়ির বিভিন্ন দোকানে ফ্রিজভর্তি রক্তমাখা কাঁচা মাছের সঙ্গে রাখা হয়েছে রান্না করা খাবার। এসব খাবার ক্রেতার নিকট পরিবেশন করেন দোকানিরা। এভাবে অনেক দোকানেই চলে মেয়াদোত্তীর্ণ পণ্যের রমরমা ব্যবসা। বেশিরভাগ দোকানে দৃশ্যমান নেই মূল্যতালিকা। ফলে ক্রেতার নিকট থেকে ইচ্ছেমত দামে পণ্য বিক্রি করে তারা। অন্যদিকে চা-নাস্তার দোকাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশেই হয়ে থাকে রান্না।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা যায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্যতালিকা না টাঙানোসহ নানান অপরাধে ৭ দোকানিকে পাঁচ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। মোবাইল কোর্টকে সহায়তা করেন ইউএনও কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *