অন্যান্য

পুকুরে ডুবে যমজ ২ বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে দুই বছরের হিরা ও মুক্তা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা যমজ। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে রায়পুরের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন হিরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দেবীপুর এলাকায় নিজ বাড়ির উঠানে হিরা আক্তার ও মুক্তা খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে পাশের পুকুরে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পুকুরে মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউল আলম সুমন বলেন, দুই বোন পানিতে ডুবে মারা গেছে।