অন্যান্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮২৫ জন।

বুধবার (২ ডিসেম্বর) রাতে  চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১হাজার ৮০১টি নমুনা পরীক্ষায় ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ২০৮ জন এবং উপজেলার ২৩ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ল্যাব ১১৮টি নমুনা পরীক্ষায় ৩৩জনের, বিআইটিআইডি ল্যাবে ১ হাজার ১১৭টি নমুনা পরীক্ষায় ৫৩জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৪জনের, সিভাসু ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ৯জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ২৮জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১০টি নমুনা পরীক্ষা ২৮জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৯টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *