অন্যান্য

চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ২১৩জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৮৫৬ জন।

মঙ্গলবার(৮ ডিসেম্বর )সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার ১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষায়  ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরীর ১৮০ জন এবং উপজেলার ৩৩ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭১৬টি নমুনা পরীক্ষায় ২২জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬০টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের,  চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষায় ২৯জনের,  শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭৫টি নমুনা পরীক্ষায় ২৫জনের,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে  চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *