অন্যান্য

এবার চট্টগ্রামে আরও ১৭৯ জনের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৫৫৮৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৩ জন নগর ও ৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৫৫৮৫ জন।

বুধবার (১৭ জুন) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৪৯ জন, সিভাসুতে ৪০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জন, ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ১১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৮৯ টি। এর মধ্যে ২৮১ টি বিআইটিআইডিতে, ১৫০ টি সিভাসুতে, ১৪২ টি চমেকে, ৪৮ টি চবিতে , ১৪৩টি ইম্পেরিয়াল হাসপাতালে এবং ১৭ টি কমেকে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে লোহাগাড়ায় ৫, রাঙ্গুনিয়ায় ১০, ফটিকছড়িতে ৫, হাটহাজারীতে ২৬, মিরসরাইয়ে ৪ ও সীতাকুণ্ডের ৬ আছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১২৭ জন। সুস্থ হয়েছেন মোট ৪৮৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *