দাগনভূঞা

উন্নয়নের দৃষ্টান্ত হতে যাচ্ছে সদর দাগনভূঞার ০১নং ওয়ার্ড হায়াতপুর

দাগনভূঞা ০৬ নং সদর ইউনিয়নের ০১ ওয়ার্ড হায়াতপুর গ্রামের মেম্বার জনাব হুমায়ুন কবির এর নানাভিদ উন্নয়নমূলক কর্মকান্ডে পূর্বের তুলনায় অধিকতর উন্নয়ন মূখী হয়ে উঠেছে মেম্বারের আওতাধীন এলাকার প্রায় সকল অংশ এবং চলমান করোনা পরিস্থিতিতে অসহায় দুস্থদের পাশে দাড়িয়েও তিনি মানবতাবাদী অনেক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইউনিয়ন চেয়ারম্যান জনাব বেলায়েত উল্যাহ স্বপন এর সার্বিক সহযোগিতায় মেম্বার হুমায়ূন কবিরের সুদৃষ্টিতে উক্ত এলাকার সকল অসম্পাদিত সমস্যা সমূহ সফলতা ও গুরুত্বের সাথে সম্পাদন করে চলেছেন মেম্বার হুমায়ূন কবির।

ইউপি সদস্য হুমায়ূন কবিরের অসংখ্য উন্নয়ন এলাকায় আলোচনার ঝড় বয়ে এনেছে এর মাঝে উল্লেখযোগ্য উন্নয়ন সমূহ হলোঃ- ছোটমালিপুর ১৪০০ ফুট মাটি ভরাট, কালভার্ট, কাজিবাড়ির রাস্তার মাথা হইতে কালাকাজি বাড়ি পর্যন্ত সলিং ২৯০ ফুট, চুনি সর্দার বাড়ির রাস্তার মাথা হইতে হায়াতপুর রাস্তার মাথা পর্যন্ত সলিং ২৭০ ফুট, হায়াতপুর রাস্তার মাথা হইতে মাঝি বাড়ি বাসুদেবপুর রাস্তার মাথা পর্যন্ত,১৬০০ ফুট ভাটি ভরাট, চুনিসর্দার বাড়ির সামনে গার্ড ওয়াল ৩৭ মিটার, মিঝিবাড়ির অর্থায়নে ২২০ফুট গার্ড ওয়াল ব্রিজসহ কাচা রাস্তা গুলো সলিং, সরকারের অর্থায়নে ৭০% আর সুবিধাভোগীদের ৩০% সুবিধা পাচ্ছেন,লন্ডনি বাড়ির রাস্তার মাথা হইতে হাবিব উল্যাহ সওদাগর বাড়ির ১৬০ ফুট,শামীম মাহমুদ ফাউন্ডেশন সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যথার্থ অবদান রেখে আসছেন।

উন্নয়নের বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং সকল স্তরের সুবিধাভোগী ও এলাকাবাসীর জোর দাবী উন্নয়নের ধারা বহাল রাখতে হুমায়ূন কবির মেম্বার কে ভবিষ্যতেও পূনরায় পাশে পেতে এবং অবস্থানে দেখতে চান বলে জানান তারা।

ইউপি সদস্য হুমায়ূন কবিরের কাছে তার এই জনসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন চলতি দেড় বছর ক্ষমতাকালে আমার কাছে জনসেবা ও উন্নয়নই সবার উর্ধ্বে ক্ষমতা বা পদ মূখ্য বিষয় নয় তিনি আরো বলেন জনগণ যদি আমাকে ভবিষ্যতে তাদের পাশে থাকতে সহযোগিতা করে তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা আরো গতিশীল হবে এবং অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *