অন্যান্য

ইরানকে ‘আল কায়েদার নতুন ঘাঁটি’ বললেন পম্পেও

ইরানকে আল কায়েদার নতুন ঘাঁটি বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তেহরানের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে, পম্পেওর এমন অভিযোগকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

গেল কয়েকবছর ধরে নানা ইস্যুতে একে অপরের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে দেশ দুটি। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অন্যদিকে ইরানের হুঙ্কার।

মঙ্গলবার সেই উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার দাবি, আল কায়েদার নতুন ঘাঁটি হচ্ছে ইরান। দলটির নেতা আইমান আল জাওয়াহিরির সহকারীরা বর্তমানে সেখানে অবস্থান করছেন। তবে, নিজের এমন বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেন নি তিনি।

পম্পেও বলেন, আল কায়েদার মূল ভূখণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে ইরান। তারা সেখানে আফগানিস্তানের মতো লুকিয়ে নেই। তাদেরকে নিরাপত্তা দিচ্ছে ইরান সরকার। আমাদের অবশ্যই তাদের মোকাবিলা করতে হবে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, জেনেশুনে মিথ্যাচার করছেন পম্পেও। ইরানে আল কায়েদার কোনো ঠাঁই নেই বলেও দাবি করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে পম্পেওর এমন দাবি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *