অন্যান্য

চট্রগ্রামে ওষুধের মেয়াদ-অনুমোদন কোনটাই নেই, বিক্রিও হচ্ছে চড়া দামে

করোনা উদ্ভুত পরিস্থিততে জরুরি ওষুধের দাম বেড়েছে কয়েকগুণ। বেড়েছে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রিও। ওষুধের দামের লাগাম টানতে পাইকারি বাজার হাজারী গলিসহ নগরীর বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসন।

বুধবার (১০ জুন) নগরের আকবারশাহ এলাকায় ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩টি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আকতার ও ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আকবরশাহ এলাকায় গিয়ে দেখা যায়, ফার্মেসিগুলোতে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছিল। এছাড়া জরুরি ওষুধ বিক্রি হচ্ছিল কয়েকগুণ বেশি দামে। অভিযানে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী কর্নেল জোন্স রোডের আগমনি ফার্মেসিকে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে মক্কা ফার্মেসিকে ২০ হাজার টাকা, গ্রামীণ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।সূত্র: ctgpratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *