অন্যান্য

অবশেষে শ্রম আইনে ব্যাপক পরিবর্তনের ঘোষণা কাতারের

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আলোচনা-সমালোচনার পর অবশেষে শ্রম আইনে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে কাতার। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাতারি এক হাজার রিয়াল ও এনওসি ছাড়া কাফালা বা কোম্পানি পরিবর্তনের সুযোগের ঘোষণা এসেছে।

কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে অভিবাসী শ্রমিকদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণ করা নিয়ে ব্যাপক সমালোচনা করে আসছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আলোচনা-সমালোচনার পর গেলো বোরবার শ্রম আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেয় কাতার, এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

কাতারের শ্রম আইন পরিবর্তন প্রবাসী বাংলাদেশিদের জন্য সুসংবাদ বলে মনে করেন দূতাবাসের কাউন্সিলরও। নতুন শ্রম আইনটি অফিসিয়াল গ্যাজেট আকারে প্রকাশের ছয় মাস পর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে কাতার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *